ডেঙ্গুর বিস্তার রোধে সমন্বিত ব্যবস্থা গ্রহণের আহ্বান সুজনের

| সোমবার , ৭ নভেম্বর, ২০২২ at ১০:৫৭ পূর্বাহ্ণ

উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়া ডেঙ্গুর ভয়াবহ বিস্তার রোধে এখনই সমন্বিত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতি এ অনুরোধ জানান।

তিনি বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার ভাষ্য অনুযায়ী ডেঙ্গু বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং মারাত্মক মশাবাহিত রোগ। এই ভাইরাস মোকাবেলায় প্রতিরোধই হবে সর্বোত্তম পন্থা। সরকারি সেবাসংস্থা ও জনগণের সমন্বিত সচেতনতাই পারে আমাদেরকে এই মহামারী থেকে নিরাপদ রাখতে। এ ক্ষেত্রে ডেঙ্গু প্রতিরোধে প্রথমে এডিস মশার বংশবৃদ্ধি ও উৎপত্তির দিকে নজর দিতে হবে। এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস এবং প্রাপ্তবয়স্ক মশা ধ্বংস করে ডেঙ্গু সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা যায়।

মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসের বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর পাশাপাশি জনগনকেও সচেতন হওয়ার তাগিদ দেন তিনি। পরিশেষে ডেঙ্গুর ভয়াবহ এ বিস্তার রোধে সংশ্লিষ্ট সকল পক্ষকে দোষারোপ বাদ দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমন্বিত ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন খোরশেদ আলম সুজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের চট্টগ্রাম জেলা শাখার সালাতু সালাম মাহফিল
পরবর্তী নিবন্ধসরকার পতন আন্দোলনে জনগণকে অংশ নেয়ার আহ্বান