ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গতকাল হযরত গাওসে পাক (র.) ও জামে আওলিয়া কেরামের পথ পুনরূদ্ধার সম্মেলন ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ। বক্তব্য রাখেন, এমদাদুল হক সায়ীফ, আল্লামা শেখ নঈম উদ্দীন, আল্লামা হাফেজ ইলিয়াস শাহ, আল্লামা মুফতি রেজাউল কাওছার, সাবিনা সাদাত সাফা, মাওলানা খোরশেদুল ইসলাম মোরশেদ, নিজাম উদ্দিন, কামরূল আলম নকীব, অধ্যাপক মারূফ উদ্দীন শোভন, নাফিস মোবাররত, আজিজ মাবরূর, গিয়াস উদ্দিন, লুৎফর রহমান লিটন, আবদুল বারেক ও মশিউর রহমান মিন্টু প্রমুখ।
আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় অনুষ্ঠিত সমাবেশে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের নেতৃবৃন্দ বলেন, সর্ব বাতিল থেকে মুক্ত থেকে মিথ্যা ও জুলুমের বিরূদ্ধে আদর্শিক সংগ্রাম এবং দ্বীন-মিল্লাত-মানবতার মুক্তি সাধনাই আওলিয়া কেরামের উত্তরাধিকার তথা ঈমানের পবিত্র কালেমার অঙ্গীকার। সমাবেশ শেষে সালাতু সালাম মাহফিল পরিচালনা করেন মাওলানা নজিবুল কবীর রাহগীর। প্রেস বিজ্ঞপ্তি।