চিটাগাং ক্লাব লিঃ অয়োজিত সিসিএল-এম এন গ্রুপ স্পোর্টস কর্র্র্ানিভ্যাল গত ৫ নভেম্বর থেকে শুরু হয়েছে। এদিন রাত ৮টায় সিসিএল টেনিস গ্রাউন্ডে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এম এন গ্রুপের এমডি এবং সাবেক সিসিএল ভাইস চেয়ারম্যান মঈনুদ্দিন আহমেদ মিন্টু। চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর)। বেলুন উড়িয়ে এই কার্নিভ্যালের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে সিসিএল জেনারেল কমিটি মেম্বার যথাক্রমে জাবেদ হাসেম (নান্নু), ডা. ফাহিম হাসান রেজা, অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী,মো. আজিজুল হাকিম, মাহাবুবুল কবির খান (শান্তনু), সালাউদ্দিন আহমেদ,মো. জাহিদ সুলতান (টিপু), এস এম শফিউল আজম সহ ক্রীড়ামোদি ক্লাব সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পক্ষকালব্যাপি এই টুর্নামেন্টে থাকছে ব্যাডমিন্টন, বাস্কেটবল,দাবা, লন টেনিস,টেবিল টেনিস, স্কোয়াশ ও ওয়াকওয়ে প্রতিযোগিতা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাবেক মেম্বার ইনচার্জ ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান (সাজ্জাদ)।