হকি কেন্দ্র আয়োজিত স্কুল লিগে নিজেদের তৃতীয় এবং শেষ ম্যাচে নাসিরাবাদ গভ: স্কুল ৪-৩ গোলে চসিক হাতেখড়ি স্কুলকে পরাজিত করে। গতকাল রোববার অনুষ্ঠিত ম্যাচে নাসিরাবাদ গভ: স্কুলের পক্ষে শরফুদ্দিন ২টি, আহনাফ ও জেভিয়ার ১ টি করে গোল করে। হাতেখরি স্কুলের পক্ষে সাকিব ২টি ও তারেক ১ টি করে গোল করে।
নাসিরাবাদ গভ: স্কুল মোট ৬ পয়েন্ট অর্জন করে সুপার থ্রী পর্বে উন্নীত হয়। ম্যাচের সেরা খেলোয়াড় হাতেখড়ি স্কুলের রফিককে ক্রেস্ট প্রদান করেন চট্টগ্রাম জেলার সাবেক কৃতি হকি খেলোয়াড় নাজিমুদ্দিন সোহাগ।