আমার সোনার বাংলা

সৈয়দা সেলিমা আক্তার | সোমবার , ৭ নভেম্বর, ২০২২ at ১০:১৮ পূর্বাহ্ণ

সবুজ সবুজ চারিপাশে
পতাকা লাল গোলে
কোটি মানুষ স্বপ্নালু মন
দোলে দোদুল দোলে!

কৃষক মজুর মাঠে ঘাটে
ঝরায় মাথার ঘাম
সোনার বাংলা,মাটির মানুষ
তাইতো এতো দাম।

শহিদেরই রক্তে ভেজা
প্রাণের এ বিজয়
বাংলাদেশের স্বাধীনতা
কারো দানে নয়।

লাল সবুজের প্রাণ পতাকা
তুলনাতো নাই
‘আমার সোনার বাংলা’ আমি
ভালোবেসে গাই।

পূর্ববর্তী নিবন্ধসেই বটবৃক্ষ আজ এক মহীরূহ
পরবর্তী নিবন্ধ৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস