সবুজ সবুজ চারিপাশে
পতাকা লাল গোলে
কোটি মানুষ স্বপ্নালু মন
দোলে দোদুল দোলে!
কৃষক মজুর মাঠে ঘাটে
ঝরায় মাথার ঘাম
সোনার বাংলা,মাটির মানুষ
তাইতো এতো দাম।
শহিদেরই রক্তে ভেজা
প্রাণের এ বিজয়
বাংলাদেশের স্বাধীনতা
কারো দানে নয়।
লাল সবুজের প্রাণ পতাকা
তুলনাতো নাই
‘আমার সোনার বাংলা’ আমি
ভালোবেসে গাই।