রাশিয়া-নিয়ন্ত্রিত খেরসনের কাছাকাছি চলে আসছে ইউক্রেনীয় বাহিনী। নগরী পুনর্দখল করতে পারলে যুদ্ধে বিরাট জয় পাবে তারা। তবে রুশ বাহিনী সেখানে পাল্টা আক্রমণের মুখে বেকায়দায় থাকলেও সহসাই বিদায় নেবে বলে মনে করছে না ইউক্রেনীয় সেনারা। পরিস্থিতিতে খেরসনে তাদের জন্য ঘনিয়ে আসছে একটি প্রবল রক্তক্ষয়ী লড়াই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এরই মধ্যে ইউক্রেনের দক্ষিণের এই খেরসন অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার অনুমোদন দিয়েছেন।
খেরসনের দিকে ইউক্রেনীয় বাহিনী ক্রমেই এগিয়ে যেতে থাকায় পুতিন বলেছেন, হামলা থেকে বাঁচতে বিপজ্জনক এলাকাগুলো থেকে মানুষজনের চলে যাওয়া উচিত।
খেরসন থেকে এরই মধ্যে অন্তত ৭০ হাজার মানুষ চলে গেছে। খবর বিডিনিউজের। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের শুরুর দিকেই অঞ্চলটি দখল করেছিল রাশিয়া। পরে তারা নিজ ভূখন্ডের সঙ্গে খেরসনকে যুক্ত করে নেওয়ার ঘোষণাও দিয়েছে। ইউক্রেন এবং রাশিয়া উভয়ের জন্যই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নগরী খেরসন। নগরী ২০১৪ সালে রাশিয়ার দখল করে নেওয়া ক্রাইমিয়া উপদ্বীপে যাওয়ার প্রবেশদ্বার।
সমপ্রতি ইউক্রেনীয় বাহিনী ধীরে ধীরে এই নগরীর উপকণ্ঠে ভূখন্ড পুনর্দখল করেছে। তাদের আক্রমণের মুখে রুশ বাহিনী প্রতিরোধ লড়াই করে টিকে থাকার চেষ্টা নেওয়ার পর গতমাসের মাঝামাঝিতে বেসামরিক লোকজনদেরকে প্রথম নগরীটি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল রাশিয়া।