পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান লং মার্চ চলাকালে তাকে গুলি করে হত্যাচেষ্টায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ একজন মেজর জড়িত বলে যে অভিযোগ করেছেন, তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। সশস্ত্র বাহিনীর গণমাধ্যম ও জনসংযোগ শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান (ইমরান) সেনাবাহিনীর বিরুদ্ধে এবং বিশেষ করে একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন অভিযোগ করেছেন তা একেবারেরই মেনে নেওয়া যায়না। খবর বিডিনিউজের।
খুবই পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা এবং সুশৃঙ্খল সংগঠন হিসাবে পাকিস্তানের সেনাবাহিনী আত্মগর্বিত। বাহিনীর অভ্যন্তরীণ জবাবদিহিতামূলক ব্যবস্থা খুবই কঠোর এবং কার্যকর। দায়িত্বে থাকা সেনা কর্মকর্তাদের কোনওরকম বেআইনি কর্মকাণ্ডের ক্ষেত্রে এটি প্রযোজ্য।
কিন্তু উদ্ভট অভিযোগ তুলে বাহিনীর কারও মান-মর্যাদা কালিমালিপ্ত করা হলে সেনাবাহিনী তাদের কর্মকর্তা ও সেনাদের সুরক্ষা দেবে, তা যাই ঘটুক না কেন, বলা হয় বিজ্ঞপ্তিতে।