বিজ্ঞান আন্দোলন মঞ্চ ও শিশু কিশোর মেলা চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল বিকাল ৩টায় নগরীর শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউটে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। আলোচনা সভার মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু করা হয়। শিশু কিশোর মেলা চট্টগ্রাম জেলার প্রধান সমন্বয়ক মিরাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ ও শিশু কিশোর মেলার প্রকাশক আল কাদেরী জয়, বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সংগঠক রায়হান উদ্দিন, শিশু কিশোর মেলার সম্পাদক ঋজু লক্ষ্মী অবরোধ। সভা পরিচালনা করেন শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সংগঠক প্রীতম বড়ুয়া।
সভায় বক্তারা বলেন, এ বছর প্রায় ২০ লাখ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মাধ্যমে তারা জ্ঞানের এক নতুন স্তরে প্রবেশ করলো। এর মধ্যে যেমন আনন্দ আছে, তেমনি এর মাঝখানে তাদের মধ্যে শঙ্কাও বিরাজ করছে। সবাই ভালো করে পাশ করতে পারলেও, ভালো কলেজে পড়ার সুযোগ বেশীরভাগ শিক্ষার্থীরই হবে না। শিক্ষার্থীর তুলনায় একদিকে সরকারি কলেজের সংখ্যা অপ্রতুল, অন্যদিকে বেসরকারি কলেজে শিক্ষার খরচ চালানোর সামর্থ নেই বেশীরভাগ পরিবারের।
নেতৃবৃন্দ শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি এসব বিষয় নিয়ে ভাবা ও এসকল সংকট নিরসনের সংগ্রামে এগিয়ে আসারও আহবান জানান। পাশাপাশি চট্টগ্রাম শহরে নতুন নতুন সরকারি কলেজ নির্মাণ ও সিআরবিসহ সকল উন্মুক্ত স্থান শিক্ষার্থীসহ সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেয়ার দাবি জানানো হয়। আলোচনা সভা শেষে একটি সাংস্কৃতিক আয়োজম ও শিক্ষার্থীদের অংশগ্রহণে নাটক ‘গর্ত’ প্রদর্শনের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।