সড়ক দুর্ঘটনায় নিহত এক ভাইয়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই আরেক ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাটহাজারী উপজেলার ১৩নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৬নং ওয়ার্ড নতুন বহদ্দার বাড়িতে।
স্হানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ শনিবার (৫ নভেম্বর) এই ইউনিয়নের নতুন বহদ্দার বাড়ির মনছুর আলমের পুত্র আবু তৈয়ব মুন্না (৩৫) আজ চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় লরি-মোটরসাইকেল সংঘর্ষে মৃত্যুবরণ করেন। তিনি ২ ছেলের জনক।
তার ছোট ভাই মো. তারেক (৩২) গত ১০ মাস আগে পটিয়ায় এক সড়ক দুর্ঘটনায় মারা যান। তিনি ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক।
পরিবার ও স্বজনরা একটি শোকের ঘটনা না ভুলতেই আজ দূর্ঘটনায় আরেক ভাইয়ের মৃত্যুতে পাড়াপ্রতিবেশী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আজ সড়ক দুর্ঘটনায় তৈয়বের মৃত্যু সংবাদ এলাকায় এসে পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবার ও স্বজনরা শোকে যেন পাথর হয়ে যায়। দশ মাসের ব্যবধানে একই পরিবারে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারি হয়ে উঠে।
স্হানীয় সমাজকর্মী মোহাম্মদ ইয়াছিন জানান, পিতামাতার দৃই সন্তানের মধ্যে মুন্না ছিলেন বড়। তিনি একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। পরিবারে উপার্জনকারী দুই সন্তানের মৃত্যুতে এই পরিবারটি একেবারে নিঃস্ব ও অসহায় হয়ে গেছে। তাদের পরিবার এখন কীভাবে পরিচালিত হবে সেই চিন্তা এখন প্রতিবেশী ও স্বজনদের।