সৎ উপার্জন ও হালাল খাবার ইবাদত কবুলের পূর্বশর্ত

চর-চাক্তাইয়ে মিলাদ মাহফিলে শাহাদাত

| শনিবার , ৫ নভেম্বর, ২০২২ at ৬:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবীর (সা.) সুন্নত ও আদর্শ অনুকরণ করার নামই ইসলাম। প্রত্যেক মুসলমান আল্লাহর প্রেরিত কোরআন এবং নবী ও রাসুলের আদর্শ ধারণ করে চলতে পারলে পরকালে নাজাতের পথ সুগম হবে। আল কোরআন হচ্ছে ইসলামের একটি পূর্ণাঙ্গ বিধান। সৎ উপার্জন ও হালাল খাবার ইবাদত কবুলের পূর্বশর্ত। সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজের নিষেধ করতে হবে। তিনি গতকাল শুক্রবার চর-চাক্তাই ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চর-চাক্তাই ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল এন্তেজামিয়া কমিটির উদ্যোগে নয়া মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি হাজী নবাব খান। মো. ইউসুফ মাস্টারের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, প্রধান ওয়াজিন ছিলেন রাউজান দারুল উলুম ইসলামিক কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মো. আব্দুল ফোরকান খান কাদেরী, বক্তব্য রাখেন মাওলানা মো. হাসানুল হক কাদেরী ও মাওলানা মোহাম্মদ ফরহাদ কাদেরী। উপস্থিত ছিলেন ইয়াকুব খান বাবু, আব্দুস সোবহান, মো. জসিম, মো. আনোয়ার, ওমর ফারক, মোহাম্মদ ইউসুফ, মো. শফিক, মোহাম্মদ মাইনুদ্দিন পারভেজ, মোহাম্মদ ইয়াকুব খান, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ সিরাজ, মহিউদ্দীন প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে জাসদের ৫০ বছর পূর্তির আলোচনা সভা
পরবর্তী নিবন্ধ‘আখতারুজ্জমান বাবুর মতো বহুমাত্রিক নেতা বিরল’