বাঁশখালীতে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ আহত ১০

জায়গা নিয়ে বিরোধ

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ৫ নভেম্বর, ২০২২ at ৬:৪৩ পূর্বাহ্ণ

বাঁশখালীর কালীপুর ইউনিয়নের জঙ্গল কালীপুরে জায়গার সীমানা নির্ধারণকালে বিচারকদের সামনে এক পক্ষ অপর পক্ষের উপর হামলার ঘটনা ঘটিয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় ইউপি সদস্য জিসানুল ইসলাম (২৮) ও দুই মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৭ জন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করে। শুক্রবার রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা না হয়নি। তবে ঘটনাস্থলে পুলিশ রয়েছে বলে জানান বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন। জানা যায়, কালীপুর ইউনিয়নের জঙ্গল কালীপুরে একটি জায়গার সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ হলে তা সমাধান করার জন্য স্থানীয় ইউপি সদস্য জিসানুল ইসলাম, আহমদ ছফাসহ বেশ কয়েকজন বিষয়টি সমাধান করার জন্য সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে বিচারকদের সামনে এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা করে। এ সময় ইউপি সদস্য জিসানুল ইসলাম (২৮), কাথরিয়ার সাবেক চেয়ারম্যান আবু জাহের চৌধুরীর পুত্র ওয়াহিদুল ইসলাম চৌধুরী (৩২), আতাউল ইসলাম (২৩), জান্নাতুল নুর (৪৩), আশেকা বেগম (৫৫), আবদরি রহিম (৫০), আশেক (২২) আহত হন। আহতরা সবাই বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক ডা. রাসেদুল ইসলাম। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন জানান, বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধআদালতে তিন আসামির জবানবন্দি