এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামীকাল ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে। প্রথম দিন বাংলা ১ম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১টায় এ পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে আসন গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার। নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে পৌঁছাতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পরীক্ষার্থীদের হাতে সময় রেখে বাসা থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছেন বোর্ড চেয়ারম্যান।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবারের (২০২২ সালের) এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে মোট ৯৩ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। হিসেবে গত বছরের তুলনায় ৭ হাজার ২১৩ জন পরীক্ষার্থী কমেছে চট্টগ্রামে। গতবার (২০২১ সালে) পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ১০২ জন। এবারের মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র অংশ নিচ্ছে ৪৫ হাজার ৩৮৯ জন। আর ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৪৮ হাজার ৫৫০ জন।
শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, এবার বিজ্ঞান বিভাগ থেকে ১৮ হাজার ৬৭৫ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৩ হাজার ২১৯ জন ও মানবিক বিভাগ থেকে ৪১ হাজার ৯৮৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
বোর্ডের অধীন মোট ২৬৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। চট্টগ্রামের ৫ জেলায় (চট্টগ্রাম, কঙবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) মোট ১১১টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা আয়োজনে সার্বিক প্রস্তুতি শেষ জানিয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে ৫০টি সাধারণ ভিজিল্যান্স টিমের পাশাপাশি ৮টি বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এ সব টিমের সদস্যরা পরীক্ষা চলাকালীন কেন্দ্রসমূহ পরিদর্শন করবেন। পরীক্ষা চলাকালীন প্রশ্ন ফাঁসের গুজব সম্পর্কে সকলকে সজাগ ও সতর্ক থাকার কথাও বলেছেন শিক্ষাবোর্ড চেয়ারম্যান।