ইরান-তুর্কমেনিস্তানের গ্রুপে বাংলাদেশ

| শুক্রবার , ৪ নভেম্বর, ২০২২ at ৫:৪৯ পূর্বাহ্ণ

আগামী বছরের শুরুতে বাংলাদেশের বয়সভিত্তিক নারী ফুটবল টিমের ব্যস্ত সূচি। মার্চ ও এপ্রিলে দুটি এএফসির বাছাই টুর্নামেন্ট রয়েছে। অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপিংও চূড়ান্ত হয়েছে। এএফসি অনূর্ধ্ব-২০ নারীদের বাছাই চ্যাম্পিয়নশিপে ‘এইচ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে আরও আছে ইরান ও তুর্কমেনিস্তান। মার্চে খেলা গড়াবে। বাংলাদেশ নিজেদের মাঠেই খেলার সুযোগ পাচ্ছে। অপর দিকে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। সিঙ্গাপুর, আরব আমিরাত ও তুর্কমেনিস্তান তাদের সঙ্গী। এপ্রিলে সিঙ্গাপুরে হবে গ্রুপের সব ম্যাচ। দুটি গ্রুপ থেকে গ্রুপ সেরা আটটি দল নিয়ে হবে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব থেকে চারটি দল অংশ নেবে চূড়ান্ত পর্বে। সেখানে আগে থেকেই রয়েছে চারটি দল।

পূর্ববর্তী নিবন্ধকিংবদন্তিতুল্য চট্টল অভিভাবক
পরবর্তী নিবন্ধস্কুল হকি লিগ শুরু