কমছে আমদানি। কমছে রপ্তানি। কমছে ব্যবসা। গত অক্টোবর মাসে চট্টগ্রাম বন্দরের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে উপরোক্ত মন্তব্য করেছেন বন্দর ব্যবহারকারীসহ ব্যবসায়ী শিল্পপতিরা। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ডলার ক্রাইসিস এবং ব্যাংকের এলসি খোলায় অনীহা এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন। তারা পরিস্থিতির উপর সজাগ দৃষ্টি রাখার জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
সূত্র জানিয়েছে, দেশে আমদানি রপ্তানির পরিমাণ কমছে। বৈশ্বিক সংকটের ধাক্কা লাগতে শুরু করেছে দেশের রপ্তানি খাতে। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের বাজারে ইতোমধ্যে ধস নেমেছে বিশ্ববাজারে। শত শত কোটি টাকার তৈরি পোশাক আটকা পড়েছে বিভিন্ন কারখানার গুদামে। বিদেশি ক্রেতারা অর্ডার দিয়েও পণ্য নিচ্ছেন না। কেউ কেউ অর্ডার স্থগিত করেছেন, কেউবা বাতিল। এতে করে রপ্তানির বাজারে বেশ সংকট তৈরি হচ্ছে।
গত অক্টোবর মাসে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ৫৯ হাজার ৩৩১ টিইইউএস কন্টেনার পণ্য বিদেশে পাঠানো হয়েছে। এটি আগের সেপ্টেম্বর মাসের তুলনায় ৪ হাজার ৪৭২ টিইইউএস পণ্য কম। একমাসের ব্যবধানে এত বিপুল পরিমাণ রপ্তানি কমে যাওয়াকে উদ্বেগজনক বলেও সংশ্লিষ্ট একাধিক ব্যবসায়ী মন্তব্য করেছেন। তারা বলেছেন, ২০২১ সালে করোনার ধাক্কার মাঝেও অক্টোবর মাসে ৭০ হাজার ২৭০ টিইউএস কন্টেনার বোঝাই করে রপ্তানি পণ্য পাঠানো হয়েছিল। এক বছরের ব্যবধানে ১০ হাজার ৯৩৯ টিইইউএস পণ্য রপ্তানি কমে যাওয়ার পরিস্থিতি খুবই অস্বাভাবিক বলেও ব্যবসায়ীরা মন্তব্য করেছেন।
একই অবস্থায় বিরাজ করছে আমদানি বাণিজ্যেও। বৈশ্বিক সংকটে দেশে আমদানিতেও দেখা দিয়েছে ধস। বিলাস সামগ্রীর আমদানি কমেছে। ব্যাংক এলসি না খোলায় ভোগ্যপণ্যসহ নানা সামগ্রীর আমদানিও হ্রাস পেয়েছে। গত অক্টোবর মাসে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দেশে ৯৭ হাজার ৫৩৮ টিইইউএস কন্টেনার বোঝাই পণ্য এসেছিল। এক মাস আগে গত সেপ্টেম্বর মাসে এসেছিল ১ লাখ ১ হাজার ৪৯৩ টিইইউএস পণ্য। এক মাসের ব্যবধানে পণ্য আমদানি কমে গেছে ৩ হাজার ৯৫৫ কন্টেনার। একবছর আগে ২০২১ সালের অক্টোবর মাসে দেশে পণ্য এসেছিল ১ লাখ ২৪ হাজার ৬৫৯ টিইইউএস কন্টেনার। এক বছরের ব্যবধানে পণ্য আমদানি কমেছে ২৭ হাজার ১২১ কন্টেনার।
বৈশ্বিক সংকটে আমদানি রপ্তানি কমে গেছে বলে মন্তব্য করে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলেছেন, পরিস্থিতি নাজুকের দিকে যাচ্ছে। এখন সবাইকে সতর্ক থাকতে হবে। একই সাথে পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।