চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্য ও চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সদস্য মোহাম্মদ বাবুল পাটোয়ারী মঙ্গলবার ভোর ৫টায় দেওয়ানবাজারস্থ বাসায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৬০ বছর। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুরে। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান। বিকাল ৪ টায় গ্রামের বাড়িতে মরহুমের নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্য ও চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ সদস্য মো. শামসুল হক দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় মঙ্গলবার দুপুর ১টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের কৈতরা গুণবর্তীতে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে অনেক গুণগ্রাহী রেখে যান। সন্ধ্যায় গ্রামের বাড়িতে মরহুমের নামাযের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উভয়ের ইন্তেকালে চট্টগ্রাম সংবাপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক ওসমান গণি টিপু, চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি ইউসুফ আলী, সম্পাদক নজরুল ইসলাম লিটন, ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, অর্থসম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুর রহমান ও সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।