বাঁশখালী উপজেলার ভুমি অফিসের শুনানিতে ভুয়া দলিল নিয়ে মামলার উপস্থিত হওয়ায় মো. ইদ্রিস (৫৪) নামের এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। মো. ইদ্রিস বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকার আব্দুস সোবহানের ছেলে।
জানা যায়, গতকাল বুধবার উপজেলার ভুমি অফিসের শুনানিতে ভুয়া দলিল নিয়ে মামলায় উপস্থিত হলে মো. ইদ্রিসকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে আরেকটি মিস মামলায় ভুয়া দলিল ব্যবহার করায় বিবাদীর বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ভুয়া দলিল বানিয়ে শুনানিতে উপস্থিত হওয়ায় দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ভুমি অফিসকে দালাল ও দুনীর্তিমুক্ত করার জন্য ইতিমধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে অর্থদণ্ড ও বেশ কয়জনকে জেলে পাঠানো হয়েছে।