হাটহাজারীর সরকারহাট বাজার সংলগ্ন এলাকায় সড়কের পাশে দাঁড়ানো একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকালে এ ঘটনায় ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়।
ট্রাকটির মালিক সরকারহাট বাজারের ব্যবসায়ী ওসমান গনি। তিনি জানান, বুধবার ট্রাকটি সড়কের পাশে পার্কিং করে রাখা হয়। সেখানে ময়লার স্তূপে কে বা কারা আগুন জ্বালিয়ে দেয়। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে ট্রাকের সামনের শো আগুন পুড়ে যায়। তবে ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি। মিস্ত্রিকে দেখানো পর হয়তো ক্ষতির পরিমাণ বলা যাবে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।