টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচাইতে বেশি রান এখন বিরাট কোহলির

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৩ নভেম্বর, ২০২২ at ৫:৫০ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন সবোচ্চ রানের মালিক ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপে সব মিলিয়ে ২৩ ইনিংসে তার সংগ্রহ দাঁড়াল ১৩ ১৩ টি হাফ সেঞ্চুরির সুবাধে ১ হাজার ৬৪ রান। গতকালের আগ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক ছিলেন শ্রীলংকার মাহেলা জয়াবর্ধেনে। গতকাল মাহেলা জয়াবর্ধনের চেয়ে ১৬ রানে পিছিয়ে থেকে অ্যাডিলেইডে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নামেন বিরাট কোহলি। তাসকিন আহমেদের করা সপ্তম ওভারে লঙ্কান কিংবদন্তিকে ছাড়িয়ে যান কোহলি। শেষ পর্যন্ত অপরাজিত থেকে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩৬তম হাফ সেঞ্চুরি তুলে নেন । তবে ফেরার আগে ৪৪ বলে ৬৩ রান করেছেন কোহলি। জয়াবর্ধনের চেয়ে ৮ ইনিংস কম খেলে শীর্ষে উঠলেন কোহলি। ২০০৭ থেকে ২০১৪ পর্যন্ত আসরে ৩১ ইনিংসে ১ সেঞ্চুরি ও ৬ টি হাফ সেঞ্চুরিতে ১ হাজার ১৬ রান করেন জয়াবর্ধনে। ২০১০ সালের আসরে নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন ম্যাচে ৮১, ১০০ ও অপরাজিত ৯৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ আসরের ফাইনাল ছিল বিশ্বকাপে জয়াবর্ধনের শেষ ম্যাচ। ফাইনালে ভারতকে হারিয়ে সে আসরে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। কোহলি ও জয়াবর্ধনে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ১ হাজার রানের নজির নেই আর কোনো ব্যাটসম্যানের। ৩১ ইনিংসে ৯৬৫ রান করে তিনে আছেন ওয়েস্ট ইন্ডিজের মহাতারকা ক্রিস গেইল। ৩৪ ইনিংসে ৯২১ রান করে চার নম্বরে ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপের রানের তালিকায় সবার ওপরে ওঠার পাশাপাশি টি-টোয়েন্টি সংস্করণে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪ হাজার রানের খুব কাছে পৌঁছে গেছেন কোহলি। ১০৫ ইনিংসে ১ সেঞ্চুরি ও ৩৬ ফিফটিতে কোহলির সংগ্রহ ৩ হাজার ৯৩২ রান।

পূর্ববর্তী নিবন্ধমিসাইল ছুড়ল দক্ষিণ কোরিয়াও
পরবর্তী নিবন্ধজিম্বাবুয়েকে হারিয়ে প্রথম জয় নেদারল্যান্ডসের