ক্ষমতা হস্তান্তরে সম্মতি বোলসোনারোর

| বৃহস্পতিবার , ৩ নভেম্বর, ২০২২ at ৫:৪৯ পূর্বাহ্ণ

ব্রাজিলের ক্ষমতাসীন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো নির্বাচনে হারার কয়েকদিন পর নীরবতা ভেঙে প্রথম জনসমক্ষে কিছু বললেও বামপন্থি লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার কাছে হার স্বীকার করে নেননি। সমর্থকদের বিক্ষোভকে ভোট নিয়ে ‘ক্ষোভ এবং অবিচার হয়েছে এমন অনুভূতির’ ফল বলে অভিহিত করেছেন তিনি। খবর বিডিনিউজের। অবশ্য আনুষ্ঠানিকভাবে পরাজয় মেনে না নিলেও নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কিত কোনো মন্তব্য করেননি তিনি। নিজের চিফ অব স্টাফ সিরো নগেরাকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া লুলার প্রতিনিধিদের সঙ্গে মিলে ক্ষমতা হস্তান্তর কার্যক্রম শুরুর অনুমতিও বোলসোনারো দিয়ে দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

পূর্ববর্তী নিবন্ধভগবানের ইচ্ছায় সেতু ধস!
পরবর্তী নিবন্ধহুঁশিয়ারি উপেক্ষা, ইরানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট