সৌদির আশঙ্কা, ইরান হামলা চালাতে পারে

| বৃহস্পতিবার , ৩ নভেম্বর, ২০২২ at ৫:৪৮ পূর্বাহ্ণ

ইরান শিগগিরই সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যে হামলা চালাতে পারে- এমন গোয়েন্দা তথ্য রিয়াদ যুক্তরাষ্ট্রকে জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। তবে জার্নালের মঙ্গলবারের এ সংক্রান্ত প্রতিবেদনে ওই গোয়েন্দা তথ্যের কোনো বিবরণ প্রকাশ করা হয়নি। শুধু বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন, সৌদি ও তাদের মিত্র বাহিনীগুলোকে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। খবর বিডিনিউজের। ডব্লিউএসজের খবর অনুযায়ী, সৌদি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের জানিয়েছেন, ইরান সৌদি আরবে ও ইরাকি শহর এরবিলে হামলা করতে চায়। এরবিলে মার্কিন সেনাদের অবস্থান আছে। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার হোয়াইট হাউসের জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের মুখপাত্র বলেছেন, সৌদি আরবের বিরুদ্ধে ইরানের হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং প্রয়োজন হলে সাড়া দিতে দ্বিধা করবে না।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৪.১৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধবিশ্বের ৮৬ শতাংশ সাংবাদিক হত্যার বিচার হয় না : জাতিসংঘ