আন্তর্জাতিক মহলে একের পর এক পুরস্কার পেয়েছে নুহাশ হুমায়ূন পরিচালিত হরর ঘরানার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’। অস্কার কোয়ালিফাইং চলচ্চিত্র উৎসব ‘হলিশর্টস ফিল্ম ফেস্টিভ্যালে’ শ্রেষ্ঠ হরর বিভাগে পুরস্কার জিতেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা শর্ট ফিকশন বিভাগে পুরস্কার জেতে ছবিটি। এ ছাড়াও কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে ছবিটি। যদিও এতদিন দেশের দর্শকরা ছবিটি সেভাবে উপভোগ করতে পারেনি। তবে এবার ‘মশারি’ মুক্তি পেয়েছে ইউটিউবে। আর এ ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, যিনি নিজের প্রথম ছবি ‘ন ডরাই’তে অভিনয় করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ৩০ অক্টোবর ‘শর্ট অফ দ্য উইক’ নামক ইউটিউব চ্যানেলে ছবিটি মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তির অল্প সময়ের মধ্যেই বেশ সাড়া মিলছে। বিশেষ করে সুনেরাহ হরর এই স্বল্পদৈর্ঘ্যে নিজেকে পুরোপুরিভাবে মেলে ধরতে পেরেছেন।
তার চাহনী, অভিব্যক্তি, ভয়, সাহস আর ছোট বোনকে আগলে রাখার চেষ্টা- সবই আরও একবার জানান দিয়েছে সুনেরাহ’র অভিনয় ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। অভিনেত্রী বলেন, ছবিটি করার সময় পুরোপুরি সেই অনুভূতিতে চলে গিয়েছিলাম। যেহেতু ভৌতিক ঘরানার ছবি তাই নিজেকে সেভাবে প্রস্তুতও করতে হয়েছে। শুটিংয়ের সময়ও গা শিউরে উঠছিল মাঝে মধ্যে। ছবিটি এতদিন বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে পুরস্কৃত হয়েছে, যারাই ইউটিউবে এখন পর্যন্ত দেখেছেন প্রশংসা করেছেন। আসলে দর্শক এটা পছন্দ করলে তবেই আমরা পুরোপুরি সার্থক।