বাংলাদেশ এবং ভারত ম্যাচ মানেই এখন আলাদা উত্তেজনা। শক্তিমত্তায় বেশ পার্থক্য থাকলেও দুই দলের মধ্যে গত কয়েক বছরে বেশ কয়েকটি হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে। তাই এখন দুই দলকে মুখোমুখি হতে দেখলেই অন্যরকম রোমাঞ্চ কাজ করে সবার মধ্যে। বিশেষ করে টাইগার সমর্থকদের মাঝে যেন জয়ের নেশা কাজ করতে থাকে। যা সঞ্চারিত হয় ক্রিকেটারদের মধ্যেও। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার টুয়েলভ পর্বের গুরুত্বপূর্ন এক ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ আর ভারত। অ্যাডিলেড ওভালে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এবারও উপভোগ্য এক লড়াই হবে বলে মনে করেন টাইগার দলপতি সাকিব। গতকাল সংবাদ সম্মেলনে টাইগার দলপতি বলেন, ভালো একটা ম্যাচ হলে অবশ্যই ভালো হবে দর্শকদের জন্য। শেষ ম্যাচটাও ভালো ছিল আমাদের । আশা করি তেমন একটা ভালো ম্যাচ যেন উপহার দিতে পারি। সাকিব মনে করেন ভারতের বিপক্ষে তাদের জয় পাওয়াটা সহজ হবে না। বরং বাংলাদেশ জিতে গেলে সেটাই বরং অঘটন হবে। কারন সবাই মনে করবে এটা একটা অঘটন। সাকিব বলেন, ভারত এখানে সবচাইতে ফেভারিট । তারা বিশ্বকাপ জিততেই এসেছে। আমরা ফেভারিটও না আর আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি। ভারতের বিপক্ষে আমরা যদি জিততে পারি, তাহলে এটি অঘটন হবে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো। আমরা অঘটন ঘটানোর চেষ্টা করবো। প্রতিপক্ষ নিয়ে চিন্তা না করে নিজেদের পরিকল্পনায়ই মন দিতে চান সাকিব। তিনি বলেন বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে যেমন বলেছি এখনো বলছি প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। সবগুলোতে একই লক্ষ্য নিয়ে খেলতে চাই। কোন দেশের সঙ্গে কোন পরিস্থিতিতে খেলা হচ্ছে এগুলো নিয়ে চিন্তা করতে চাই না। তাই আমাদের একই পরিকল্পনা থাকবে। লক্ষ্য থাকবে ভাল খেলে ম্যাচটা জেতা। আর এই ম্যাচ জিততে পারলে সেমিফাইনালের সম্ভাবনাও ঠিকে থাকবে বাংলাদেশের। যদিও পরের ম্যাচটা আরো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে। সে ম্যাচে খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে। তবে আপাতত সাকিবের লক্ষ্য আজকের ম্যাচটি। যেটিতে টাইগারদের প্রতিপক্ষ ফেবারিট ভারত। দলটি দারুন খেলছে এবারের বিশ্ব্কাপে। কাজেই আজ যে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে সেটা বলাই যায়।