জনপ্রশাসনে কর্মরত ২৫৯ কর্মকর্তা পদোন্নতি পেয়ে উপসচিব হয়েছেন। গতকাল মঙ্গলবার জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তাদের উপসচিব হিসেবে পদোন্নতি দিয়ে দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। খবর বিডিনিউজের।
একটি প্রজ্ঞাপনে বিদেশে চাকরিরত ১০ জন কর্মকর্তা এবং অন্যটিতে দেশে কর্মরত ২৪৯ জনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়েছে। রেওয়াজ অনুযায়ী পদোন্নতি দিয়ে তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আলাদা আদেশে পরে তাদের পদায়ন হবে।