বর্ণিল আয়োজনে জাসদের ৫০ বছর পূর্তি উদযাপন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ নভেম্বর, ২০২২ at ৭:২০ পূর্বাহ্ণ

বর্ণিল আয়োজনে চট্টগ্রামে জাসদের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। ৫০টি বেলুন উড়িয়ে সমাবেশ ও মশাল মিছিলের মাধ্যমে ৫০ বছর পূর্তির উদ্বোধন করেন প্রবীণ সাংবাদিক নাসিরুদ্দীন চৌধুরী। জাসদ নেতা মফিজর রহমানের সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিমুদ্দিন বাবুল। জসিমুদ্দিন বাবুল তার বক্তব্যে বলেন, দুর্নীতি আর বৈষম্যের বিরুদ্ধে জাসদের লড়াই-সংগ্রাম ৫০ বছরে একদিনের জন্যও বন্ধ ছিলনা। গতকাল ইপিজেড চত্বরে বিকাল ৪টায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য আহম্মদ শরীফ, কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসাইন, মোহাম্মদ হোসেন, মহানগর জাসদ নেতা বোধিপাল বড়ুয়া, জাফরুল আলম, জাসদ নেতা মোহাম্মদ সোলেমান, হারুন উর রশিদ, সাইদুর রহমান আরমান, মাস্টার শহীদুল্লাহ, শ্রমিক নেতা আবুল কালাম, কামাল উদ্দীন, আবদুল্লা আল মামুন, রুবেল, নাসিরুদ্দীন প্রমুখ। প্রধান অতিথি বলেন, রাজনীতি যেখানে ব্যবসায়ী আর লুটেরাদের দখলে-সেই ধরনের পরিস্থিতিতে রাজনৈতিক দল হিসাবে জাসদের ৫০ বছর টিকে থাকা এক অভাবনীয় ঘটনা। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মহানগর জাসদের পক্ষ থেকে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালন করা হয়।
মহানগর জাসদ : জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর জাসদের উদ্যোগে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম মহানগর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা গতকাল চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা তৈয়্যবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা জাসদের সভাপতি সুযশময় চৌধুরী। বক্তব্য রাখেন শ্রমিক জোটের কেন্দ্রীয় নেতা হাসান শহীদ রানা, মহানগর জাসদের সাংগঠনিক সম্পাদক মঈনুল আলম খান, যুব জোট মহানগর সাধারণ সম্পাদক আনিসুর রহমান, রেজাউল করিম, মোঃ ওয়াজিউল্লাহ, মোঃ শাকিব, জামাল হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদেশবিরোধী অপশক্তির প্রতিরোধে রাজপথের অতন্দ্র প্রহরী যুবলীগ
পরবর্তী নিবন্ধসাংবাদিক এস এম আতিকুর রহমানের ইন্তেকাল