ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। কৃষ্ণসাগরের নৌবহরে হামলার জন্য রাশিয়া ইউক্রেনকে দোষারোপ করে শস্য রপ্তানি চুক্তি থেকে সরে আসার পর এই জোর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করল। কিয়েভে কমপক্ষে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিয়েভের মেয়র বলেছেন, রাজধানীর কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নেই পানির সরবরাহ। শীত এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ইউক্রেনের জ্বালনি অবকাঠামোর ওপর হামলা বাড়াচ্ছে রাশিয়া। কর্মকর্তারা বলছেন, উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ এবং দক্ষিণের জাপোরিজিয়া নগরীতেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার খবর পাওয়া গেছে। খবর বিডিনিউজের।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, রাশিয়ার আরেক ঝাঁক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর ওপর আঘাত হানছে। রণক্ষেত্রে না লড়ে রাশিয়া বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে লড়তে নেমেছে। শনিবার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ড্রোন হামলার যে অভিযোগ করেছে, সেই হামলার জবাবে কিয়েভ ও অন্যান্য শহরে এই জোর ক্ষেপণাস্ত্র হামলা বলে মস্কো যুক্তি দেখাতে চাইলেও আসলে এটি তারা করছে ইউক্রেনীয়দেরকে মেরে ফেলার ইচ্ছা থেকে এবং তা করার জন্য তাদের কাছে এখনও ক্ষেপণাস্ত্র আছে। এমনটিই মনে করেন কুলেবা।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো বলেছেন, রাশিয়া শান্তি আলোচনায় আগ্রহী না। বিশ্বের খাদ্য নিরাপত্তা নিয়েও তারা চিন্তিত না। পুতিনের একমাত্র লক্ষ্য হচ্ছে মৃত্যু আর ধ্বংস। সোমবার সকালে, মধ্য ইউক্রেনের ভিনিৎসিয়া অঞ্চলের পাশাপাশি দক্ষিণ-পূর্বে নিপ্রোপেত্রোভস্ক ও জাপোরিজিয়া এবং পশ্চিম ইউক্রেনের লভিভেও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। হামলায় জাপোরিজিয়া অঞ্চলের নিপ্রো জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিয়েভের একটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া গেছে। আরও হামলার আশঙ্কায় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানানো হয়েছে। ওদিকে, রাশিয়া ইউক্রেন থেকেশস্য রপ্তানির চুক্তিস্থগিতে পর রোববার শস্যবাহী কোনও জাহাজ কৃষ্নসাগর বন্দর না ছাড়লেও সোমবার ইউক্রেনের সঙ্গে তুরস্ক এবং জাতিসংঘের একটি ট্রানজিট পরিকল্পনার আওতায় ১২ টি কার্গো জাহাজ বন্দর ছেড়েছে।