চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সোমবার মোট লেনদেন ২৩.৬৭ কোটি টাকা। ১৪,৩৪৮ টি লেনদেনের মাধ্যমে মোট ১.১৭ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭০.১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৬২২.৮১ পয়েন্টে। সিএসই-৫০ মূল্যসূচক ৮.৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩৩৬.৭৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স-এর মূল্যসূচক ১২.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৮৬.৫৭ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স মূল্যসূচক ১৬.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২,৪৩৭.৫৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৮,৫২১.৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪০৮,১৪৪.১০ কোটি টাকায়। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ২৯ টির, কমেছে ৬৭ টির আর অপরিবর্তিত রয়েছে ১২৮ টির।