৯৯৯ এ কল পেয়ে কিশোরীর বিয়ে বন্ধ করল পুলিশ

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩১ অক্টোবর, ২০২২ at ১০:৪৮ পূর্বাহ্ণ

৯৯৯ এ কল পেয়ে ১৫ বছরের এক কিশোরীর বিয়ে বন্ধ করেছে হালিশহর থানা পুলিশ। গত শনিবার (২৯ অক্টোবর) রাতে বড়পোলের বাদশাহ হাজি ব্রিকফিল্ড এলাকার নেভি কলোনিতে এ ঘটনা ঘটে।

বিষয়টি আজাদীকে নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা জানতে পারি, পূর্ব থেকে প্রেমের সম্পর্কের জেরে এলাকাবাসীর উদ্যোগে জনৈক মো. ইয়াসিনের (২০) সাথে ওই কিশোরীর বিয়ের আয়োজন চলছিল।

ঘটনাস্থলে বিয়ে পড়ানোর জন্য কাজীও উপস্থিত হন। আমরা পাত্র-পাত্রীর জন্ম নিবন্ধন সনদ যাচাই করে ও তাদের পিতা-মাতার সাথে আলাপ করে ছেলে-মেয়ে উভয়ে যে অপ্রাপ্তবয়স্ক, তার প্রমাণ পাই। প্রাপ্তবয়স্ক না হওয়া পযন্ত তাদের বিয়ে দেয়া যাবে না বললে তারা বিষয়টি মেনে নেন।

পূর্ববর্তী নিবন্ধইয়াবা উদ্ধার মামলায় বাসচালক সুপারভাইজারসহ ৪জনের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধবিশ্ব মুসলমানদের জন্য কারবালা বড় ঈমানী শিক্ষা