রেল ক্রসিং দুর্ঘটনাও বেড়ে চলছে

কাজী মুহাম্মদ রোকনুজ্জামান | সোমবার , ৩১ অক্টোবর, ২০২২ at ৬:১১ পূর্বাহ্ণ

বর্তমানে আমাদের দেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনার পাশাপাশি রেল ক্রসিং-এ দুর্ঘটনা দিন দিন বেড়েই চলছে। কোনো কিছুতেই যেন থামানো যাচ্ছে না এ অনাকাঙ্ক্ষিত রেল দুর্ঘটনা। অথচ তুলনামূলক দুর্ঘটনা কম ও ভ্রমণ আরামদায়ক বলে ট্রেনে করে ভ্রমণের প্রতি যাত্রী সাধারণ বেশি যাতায়াত করে। কিন্তু গত কয়েক বছর ধরে রেল ক্রসিং-এ দুর্ঘটনা রেলের সুনামকে তো ধুলিস্যাৎ করে দিচ্ছে এবং রেল ভ্রমণের প্রতিও মানুষের আস্থা দিন দিন কমে যাচ্ছে। অথচ আমরা জানি পৃথিবীতে ট্রেনকেই সবচেয়ে নিরাপদ যানবাহন হিসাবে ভাবা হয়। একই সঙ্গে ট্রেন ভ্রমণ সাশ্রয়ও বটে। অথচ আমাদের দেশে হর হামেশা দুর্ঘটনায় শিকার হয়ে অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক স্ত্রী হয়েছে স্বামীহারা, অনেক সন্তান হয়েছেন পিতৃহারা কিংবা আপনজন হারিয়ে অনেকের পরিবারের শোকের অবস্থা এখনো বিদ্যমান, আবার অনেক পরিবার নিঃস্ব অসহায় অবস্থায় দিন পার করছে। বিশেষ করে বিভিন্ন সড়কের উপর রেল ক্রসিং এর সিগন্যাল না থাকাই কিংবা গেটমেন না থাকাই এসব দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না। তাই বিনীত ভাবে বলতে চাই, রেলওয়ে কর্তৃপক্ষ অরক্ষিত ক্রসিংগুলো সুরক্ষিত করুন ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জরুরি ভিত্তিতে ওভারপাস তৈরি করুন। পাশাপাশি আমাদের মাঝেও এ ব্যাপারে সচেতনতা থাকা অতীব জরুরি বলে মনে করি। সাধারণ জনগনকেও আরো সচেতন সজাগ সতর্ক হতে হবে।

পূর্ববর্তী নিবন্ধজীবনকে উপভোগ করতে হলে …
পরবর্তী নিবন্ধতাদের বিনাশ হোক