শিশু-কিশোরদের সুস্থ সংস্কৃতি চর্চায় গড়ে তুলতে হবে

মেঘমল্লার খেলাঘর আসরের পুরস্কার বিতরণী

| রবিবার , ৩০ অক্টোবর, ২০২২ at ১১:০২ পূর্বাহ্ণ

জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির আওতাধীন সীতাকুণ্ডস্থ শাখা আসর মেঘমল্লার খেলাঘর আসরের সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল প্রেমতলা এভারগ্রিন ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দিনব্যাপি আয়োজিত সাংস্কৃতি প্রতিযোগিতায় আসরের শতাধিক ভাই-বোন অংশগ্রহণ করেন। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেঘমল্লার খেলাঘর আসরের সভাপতি তপন মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটি সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংস্কৃতিবান প্রজন্মের হাতে আগামীর বাংলাদেশ তুলে দিতে খেলাঘর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংস্কৃতি চর্চা শিশু-কিশোরদের অপরাধ প্রবণতা থেকে দূরে রাখে। তাই, খেলাঘর আন্দোলন সবখানে ছড়িয়ে দিতেব হবে এবং সুস্থ সংষ্কৃতি চর্চার মাধ্যমে শিশু-কিশোরদের সুকুমার বৃত্তির প্রকাশ ঘটাতে হবে। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট নারী নেত্রী সুরাইয়া বাকের। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী, কবি আশিষ সেন, সাহিত্যিক দেবাশিস ভট্টাচার্য, প্রকৌশলী রূপক চৌধুরী, মোরশেদুল আলম চৌধুরী, রুবেল দাশ প্রিন্স, অধ্যাপিকা ইন্দিরা চৌধুরী, মিজানুর রহমান ইউনুস, সাবেকুন নাহার ঝর্না, পরেশ দাশগুপ্ত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বের প্রতিটি দেশ চ্যালেঞ্জের সম্মুখীন ওয়াসিকা আয়েশা
পরবর্তী নিবন্ধযারা শিল্প সৃষ্টি করে তারা মানুষের মূল্যবান সম্পদ