বোয়ালখালীতে নির্মিত হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম

স্থান পরিদর্শনে এমপি মোছলেম উদ্দিন

| রবিবার , ৩০ অক্টোবর, ২০২২ at ১০:৫৫ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, বর্তমান সরকার যুবসমাজকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করে, মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ থেকে দূরে রাখার লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নিয়েছে। আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে কাজ করছে। বোয়ালখালী উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য স্থান নির্ধারণ সম্পন্ন হয়েছে।

গতকাল শনিবার বোয়ালখালী উপজেলা পোপাদিয়া ইউনিয়নে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মামুন, সহকারী কমিশনার ভূমি মো. আলাউদ্দিন, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক, পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, আমুচিয়া ইউপি চেয়ারম্যান কাজল দে, বোয়ালখালী পৌরসভা প্যানেল মেয়র তারেকুল ইসলাম তারেক, আবদুল্লাহ আল নোমান, ইকবাল হোসেন মুন্না প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটিতে ফ্যাশন ডিজাইন বিভাগের কর্মশালা
পরবর্তী নিবন্ধনির্বাচনপূর্ব প্রেক্ষাপটে কোনো ধরনের অবাঞ্ছিত সহিংসতা কাম্য নয়