পোর্ট সিটি ভার্সিটিতে ফ্যাশন ডিজাইন বিভাগের কর্মশালা

| রবিবার , ৩০ অক্টোবর, ২০২২ at ১০:৫৫ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনলজি বিভাগের উদ্যোগে ‘কনসেপ্ট টু প্রোডাকশন: এ জার্নি টু ফ্যাশন ওয়ার্ল্ড’ বিষয়ক এক কর্মশালা গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরল আনোয়ার কর্মশালার উদ্বোধন করেন।

কর্মশালায় ইন্সট্রাক্টর ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির সহকারী অধ্যাপক তানজিবুল হাসান সজীব। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমদ।

কর্মশালায় বিভাগের সকল ছাত্রছাত্রীদের নয়টি গ্রুপে বিভক্ত করে ফ্যাশন ফোরকাস্টিং, ট্রেন্ড অ্যানালাইসিস এবং টেকপ্যাক এক্সিকিউশন ইত্যাদি বিষয় রিয়েল লাইফ স্যাম্পল দিয়ে ব্যাখ্যা করা হয়। কর্মশালাটি বিভাগের সিলেবাসের কোর্সের সাথে সমন্বয় করে আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি তামিমা সুলতানা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিইউএফএল’র চার শ্রমিক নেতাকে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে নির্মিত হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম