আসামি অধরা, উল্টো বাদীপক্ষকে হুমকি

খুলশীতে শিশু ধর্ষণ

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩০ অক্টোবর, ২০২২ at ৫:২৯ পূর্বাহ্ণ

নগরীর খুলশী এলাকায় ৮ বছরের শিশু ধর্ষণকারী নজির আহম্মেদ (৫৫) এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে। মামলা তুলে নেওয়ার জন্য বাদীপক্ষকে হুমকি দিচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে জিডি করেছেন শিশুটির মা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা আজাদীকে বলেন, মামলার আসামি নজির ও তার সহযোগীরা যে বাদীপক্ষকে হুমকি দিচ্ছে এ বিষয়টি আমরা জেনেছি। আমরা তাকে গ্রেপ্তারে জোর তৎপরতা চালাচ্ছি। অচিরেই গ্রেপ্তার করতে পারব বলে আশা করছি।

গত ১৫ অক্টোবর আসামি নজির আহম্মেদ ওরফে নজির ভান্ডারী প্রলোভন দেখিয়ে ৮ বছরের শিশুটিকে বিজিএমইএ ভবনের পেছনে স্টাফ ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুর মা বিষয়টি জানতে পেরে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করান। ঘটনার পর থেকেই নজির আত্মগোপন করেছে বলে পুলিশ জানিয়েছে।

শিশুটির মা জানান, খুলশী এলাকায় ভারতীয় দূতাবাসের উল্টো দিকে আসামি নজিরের একটি ভাতের হোটেল আছে। তার পাশে আমার স্বামী ভাসমান পান-সিগারেট বিক্রি করে। পার্শ্ববর্তী দোকান হওয়ায় আসামির সাথে আমার পরিবারের সকলের সু-সম্পর্ক আছে। আমার মেয়ে নজির আহম্মেদকে ‘নানা’ বলে ডাকে। আর আসামি প্রায় সময় তাকে ‘নাতিন’ বলে ডাকে এবং কিছু খাবার-দাবার হাতে দেয়। আমার মেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। আসামি নাতিন ডাকার সুযোগ নিয়ে ১৫ অক্টোবর দুপুর আনুমানিক ৩টার দিকে আমার মেয়েকে কিছু কিনে খাওয়ার জন্য ৫ টাকা দিয়ে তার সাথে যেতে বলে। মেয়ে যেতে না চাইলে আসামি আরো টাকা দেবে এবং খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিজিএমইএ ভবনের পেছনে তার ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। আমার মেয়ে চিৎকার করলে আসামি তার মুখ চেপে ধরে। পরে দরজা খুলে তাকে বাসায় যেতে বলে এবং এ বিষয়ে কাউকে কিছু বলতে বারণ করে। যদি কাউকে বলে তাহলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

তিনি আরো জানান, মামলা করার পর নজির-পক্ষ ঘটনাটি ধামাচাপা দিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। নজির আহম্মেদের হয়ে কাজ করছে আজাদ নামে এক ব্যক্তি। সে ঘটনাটি মীমাংসার প্রস্তাব দেয় এবং জোরপূর্বক আমার স্বামীকে সাড়ে নয় হাজার টাকা দেয়। কিন্তু তিনি টাকা ফেরত দেন। এখন সে আমার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে প্রতিবেশীকে লক্ষ্য করে যুবলীগনেতার গুলি, অল্পের জন্য রক্ষা
পরবর্তী নিবন্ধসেমির আশা জিইয়ে রাখার ম্যাচ আজ