কক্সবাজারের সেন্টমার্টিন বাজারে একটি মুদি দোকানে চুরি সংঘটিত হয়েছে। এতে নগদ টাকা, সিগারেটসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক আব্দুল আমিন ফকির।
আজ শনিবার (২৯ অক্টোবর) ভোররাত ৩টার সময় এ চুরি সংঘটিত হয়। এ বিষয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ি, বাজার কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়, বেশ কিছু দিন ধরে বাজারের কয়েকজন দোকানীর সাথে দোকান মালিক আব্দুল আমিন ফকিরের খারাপ সম্পর্ক যাচ্ছিল। তারাই কৌশলে এ ধরনের চুরি সংঘটিত করতে পারে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে দোকান বন্ধ করে ঘরে ফিরেন দোকান মালিক আব্দুল আমিন ফকির। আজ শনিবার সকালে এসে দেখেন দোকানের সামনের দরজা কেটে ভেতরে ঢুকে চোরের দল ক্যাশ বাক্স থেকে নগদ ১৬ হাজার টাকা, ১৮টি বেনসন ও ৭টি গোল্ড লিফ সিগারেটের কার্টনসহ প্রায় ৮৪ হাজার টাকার মালামাল নিয়ে যায়। সেন্টমার্টিন বাজারে এ ধরনের চুরির ঘটনা বিরল। তাই অনেককে ভাবিয়ে তুলেছে এই দোকানে চুরির বিষয়টি।
সেন্টমার্টিন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহমান মেম্বার বলেন, “বাজারে চুরি সংঘটিত হওয়ার ঘটনা বিরল। তাই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।”
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান।