কাপ্তাইয়ে বিষাক্ত পোকার কামড়ে শিশুর মৃত্যু

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ২৯ অক্টোবর, ২০২২ at ৮:৩৭ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলায় অজ্ঞাতনামা বিষাক্ত পোকার কামড়ে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম আরোহি সিদ্দিকা ইসপা। তার বাবার নাম মো. ছিদ্দিক মিয়া। তিনি স্থানীয় একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

ঘটনাটি ঘটেছে আজ শনিবার (২৯ অক্টোবর) উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের জাকির হোসেন স’ মিল এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু ইসপা জাকির হোসেন ‘স মিল এলাকা সংলগ্ন মুরগীর টিলা নামক স্থানে পরিবারের সাথে বসবাস করত।

প্রতিদিনের মতো আজ শনিবার দুপুরে ঘরের পাশে খেলতে গেলে শিশুটির হাতে হঠাৎ একটি বিষাক্ত পোকা কামড় দেয় এবং পোকাটি শিশুর হাত কামড়ে ধরে থাকে। এসময় শিশুটি প্রচণ্ড ব্যথায় জোরে চিৎকার করে কাঁদতে থাকে। তখন উপস্থিত লোকজন শিশুটির হাত থেকে পোকাটি নিয়ে ছুঁড়ে ফেলে দিলেও শিশুটি বিষক্রিয়ায় নিস্তেজ হতে থাকে। এসময় শিশুটির পিতা মো. ছিদ্দিক মিয়া তার আদরের কন্যাকে তাৎক্ষণিক কাপ্তাই নতুন বাজারের একজন চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির এমন মৃত্যুতে কাপ্তাই ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমে আসে।

শনিবার বিকাল ৪টায় শিশুটিকে বাঁশ কেন্দ্র কবরস্থানে দাফন করা হয়।

এ ব্যাপারে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী বলেন, “যেকোনোভাবে শিশু বা অন্য কেউ আহত হলে তাকে অবশ্যই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা উচি। এবং কেউ মারা গেলেও বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি অথবা সংশ্লিস্ট পরিবারের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জানানো উচিৎ ছিল কিন্তু কোনো মহল থেকে এই বিষয়টি জানানো হয়নি।”

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক ডা. ওমর ফারুক রনির সাথে যোগাযোগ করা হলে বিষাক্ত পোকার কামড়ে একটি শিশুর মৃত্যু হয়েছে এমন খবর তিনি বিভিন্ন মাধ্যমে শুনেছেন বলে জানান। তবে আহত অবস্থায় শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে তারা তাকে উপযুক্ত চিকিৎসা দেয়ার চেষ্টা করতে পারতেন বলেও জানান তিনি।

তিনি বলেন, “শিশুটির পরিবার শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে না এনে নতুন বাজারে কোন চিকিৎসকের কাছে নিয়ে যান তা আমাদের জানা নাই।”

তিনি ভবিষ্যতে যেকোনোভাবে কেউ আহত হলে বা দুর্ঘটনায় পড়লে রোগীকে চিকিৎসার জন্য অবশ্যই তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ দেশ খেয়ে ফেলছে
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিন বাজারে মুদি দোকানে চুরি