আগাম নির্বাচনের দাবিতে ইমরান খানের লং মার্চ শুরু

| শনিবার , ২৯ অক্টোবর, ২০২২ at ১১:২৬ পূর্বাহ্ণ

আগাম নির্বাচনের দাবিতে লং মার্চ শুরু করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই লং মার্চ শুরু হয়। গত এপ্রিলে পার্লেমেন্টে অনাস্থা ভোটে হারার পর প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান। এদিকে ইমরান খান সমর্থকদের একটি বহর আগামী সপ্তাহে লাহোর থেকে ইসলামাবাদে আসবেন। ওই বহরে হাজার হাজার মানুষ থাকবেন বলে ধারণা করা হচ্ছে। খবর বাংলানিউজের।

এই বহরে অংশ নিতে গতকাল শুক্রবার লাহোরে এসেছেন ৩৬ বছর বয়সী মুহাম্মাদ মাজহার। তিনি এএফপিকে বলেন, আমাদের দেশকে চোরদের হাত থেকে মুক্ত করতে হবে। আমাদের দেশকে বাঁচাতে হবে এবং এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে, তাই আমি ইমরান খানকে সমর্থন করছি। পাকিস্তানের রাজধানীতে ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে শত শত জাহাজের কনটেইনার রাখা হয়েছে। এর আগে গত মে মাসে এমন আন্দোলনের সময় ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

রাজনীতির মাঠে দুই দশকের দীর্ঘ সংগ্রামের পর ২০১৮ সালের নির্বাচনে জয় পান ইমরান খান। কিন্তু সেনাবাহিনীর সঙ্গে বিরোধ ও অর্থনৈতিক অব্যস্থাপনার কারণে তাকে চলতি বছর ক্ষমতাচ্যুত হতে হয়। বৃহস্পতিবারও (২৭ অক্টোবর) সেনাবাহিনীর সঙ্গে ইমরানের বিরোধের কথা অস্বীকার করেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইর প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আঞ্জুম। তিনি উল্টো অভিযোগ করেন, অবৈধ ও অসাংবিধানিকভাবে ইমরান খান তার সরকারকে সমর্থন দিতে বলেছিলেন। ক্ষমতা হারিয়েও পাকিস্তানে এখনো বেশ জনপ্রিয় ইমরান খান। সর্বশেষ অনুষ্ঠিত উপ-নির্বাচনে ছয়টি আসনের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছেন বিশ্বকাপ জয়ী সাবেক এই ক্রিকেটার। সূত্র: এএফপি

পূর্ববর্তী নিবন্ধমেয়েকে কামড়, জীবন্ত কাঁকড়া খেয়ে অসুস্থ বাবা!
পরবর্তী নিবন্ধসাকার বাড়ি ঘেরাও করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড