বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৬৩ কোটি ৪৫ লাখ

| শনিবার , ২৯ অক্টোবর, ২০২২ at ১১:২৩ পূর্বাহ্ণ

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনায় আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ৪৫ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গতকাল শুক্রবার সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ৪৫ লাখ ১২ হাজার ১৭৬ জন।

একই সময়ে করোনায় মৃত্যুবরণ করেছেন ৬৫ লাখ ৮৯ হাজার ১৮২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ কোটি ৩৫ লাখ ৪১ হাজার ১৭ জন। খবর বাংলানিউজের।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৯২ লাখ ৮০ হাজার ৯৫১ জন। আর মৃত্যু হয়েছে ১০ লাখ ৯৪ হাজার ৫৯১ জন।

পূর্ববর্তী নিবন্ধরেলওয়ে এবং কর্ণফুলীর পয়েন্ট ভাগাভাগি
পরবর্তী নিবন্ধদুই দিনে ত্রিশটিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া : জেলেনস্কি