নিউমুরিংয়ে ফুটবল টুর্নামেন্ট শুরু

| শনিবার , ২৯ অক্টোবর, ২০২২ at ১১:১৭ পূর্বাহ্ণ

৩৯নং ইপিজেড ওয়ার্ড নিউমুরিং ফুটবল টুর্নামেন্ট গতকাল বিকেলে স্থানীয় নিউমুরিং মাঠে শুরু হয়েছে। এটি টুর্নামেন্টের চতুর্থ আসর। আগের তিনটি আসর সফলতার সাথে সম্পন্ন হওয়ার পর এবার চতুর্থ আসর শুরু করল আয়োজকরা।

গতকাল বিকেলে উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩৯নং ইপিজেড ও নিউমুরিং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. জাহেদ, সাহাবউদ্দিন সাবু, মো. মুরাদ, মো. সাদ্দাম, রুমেল বড়ুয়া রাহুল, রনি মির্জা, ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম, ডবলমুরিং থানা বঙ্গবন্ধু যুব পরিষদের আহ্বায়ক সাহেদ ইকবাল খান শিমুল প্রমুখ।

প্রধান অতিথি, উদ্বোধক এবং অতিথিবৃন্দ পরে আনুষ্ঠানিকভাবে উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। তারা খেলোয়াড়দের সাথে পরিচিত হন।

পূর্ববর্তী নিবন্ধগঙ্গা-যমুনা উৎসবে বোধনের ‘কিষাণকাব্য’ মঞ্চায়ন
পরবর্তী নিবন্ধব্রিসবেনে পৌঁছে বিশ্রামে বাংলাদেশ দল