মুরাদপুরে শিবিরের ঝটিকা মিছিল থেকে ৪ কর্মী আটক

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৯ অক্টোবর, ২০২২ at ৫:২২ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় ইসলামী ছাত্রশিবিরের ঝটিকা মিছিল থেকে ৪ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে মুরাদপুরের বিভিন্ন গলি থেকে তাদের আটক করা হয়। আটকরা হল- ফাহিম (২১), তারেক আহমদ (১৮), তৌহিদুল ইসলাম (১৮) ও মোহাম্মদ নুরুল ইসলাম পারভেজ (২২)।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বলেন, আজ (গতকাল) সকাল ৮টার দিকে ষোলশহর রেল স্টেশন থেকে ঝটিকা মিছিল মুরাদপুরে পৌঁছালে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আশপাশের গলি থেকে চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

মামলায় আটকদেরসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৮০-৯০ জনকে আসামি করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ সাগরে মাছ ধরা শুরু
পরবর্তী নিবন্ধমেলবোর্নে দিনজুড়ে বৃষ্টির রাজত্ব