সংক্রমণ বাড়ায় চীনের অনেক শহরে ফের ‘কঠোর বিধিনিষেধ’

| শুক্রবার , ২৮ অক্টোবর, ২০২২ at ৭:০৫ পূর্বাহ্ণ

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে দেখে চীনের কর্তৃপক্ষ মধ্যাঞ্চলের উহান থেকে উত্তরপশ্চিমের শিনিংসহ অনেক শহরে ফের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। প্রাদুর্ভাবের বিস্তৃতি রোধে ভবনের পর ভবন সিলগালা, একাধিক জেলাকে লকডাউন ঘোষণা করায় এসব শহরের লাখ লাখ মানুষের দুর্ভোগ বেড়েছে।

বৃহস্পতিবার টানা তৃতীয় দিন দেশজুড়ে এক হাজারের বেশি নতুন কোভিড রোগী পাওয়ার কথা জানিয়েছে চীনের কর্তৃপক্ষ। চলতি বছরের শুরুর দিকে দিনে হাজার হাজার রোগী শনাক্ত হওয়ায় দেশটি গুরুত্বপূর্ণ শহর সাংহাইয়ে কঠোর লকডাউন দিয়েছিল। খবর বিডিনিউজের।

এখন সমগ্র চীনে দিনে যত রোগী শনাক্ত হচ্ছে, তা তখনকার মতো না হলেও কর্তৃপক্ষের কাছে এটাই দেশের বিভিন্ন অংশে আরও বিধিনিষেধ আরোপ ও নিষেধাজ্ঞা দেওয়ার জন্য যথেষ্ট হিসেবে গণ্য হচ্ছে। চীনে এখন পর্যন্ত যত কোভিড রোগী শনাক্ত হয়েছে, তা বিশ্বের অনেক দেশের তুলনায় কম হলেও চলতি বছর করোনাভাইরাসের তুলনামূলক বেশি সংক্রামক ওমিক্রন মোকাবেলায় দেশটি যে হুটহাট অত্যন্ত কঠোর সব ব্যবস্থা নিয়েছে, তা বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতিকে চাপেও ফেলেছে।

পূর্ববর্তী নিবন্ধহাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা যুক্তরাষ্ট্রের
পরবর্তী নিবন্ধইরানে বিক্ষোভের আগুন আরো তীব্র হচ্ছে