ভারতে তামিলনাড়ুর বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে আছে বিসিবি একাদশ। এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে মোহাম্মদ মিঠুনের অপরাজিত ১৫৬ রানে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৪৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাব প্রথম ইনিংসে ৯৩ রানে অলআউট হয়ে গেছে তামিলনাড়ু। দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেটে ১৩৩ রান করেছে তারা। ম্যাচ বাঁচাতে এখনো তাদের প্রয়োজন ১২৩ রান। ৭ উইকেটে ৮২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে তামিলনাড়ু একাদশ। ১০ রানে অপরাজিত ছিলেন সুনীল কৃষ্ণ। তাকে দ্রুতই ফেরান তাইজুল ইসলাম। ব্যক্তিগত ১৩ রানে আউট হন এই ব্যাটার। তামিলনাড়ু একাদশের ইনিংসও স্থায়ী হয়নি বেশিক্ষণ।
শেষ ব্যাটার গৌতম থামারাইকে আউট করে নিজের ফাইফার পূর্ণ করেন পেসার রেজাউর রহমান রাজা। ৯৩ রানে অলআউট হয়ে ফলো অনে পড়ে তামিলনাড়ু। ২৪৬ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেও বিপদে আছে তামিলনাড়ু। দলীয় ১ রানেই ওপেনার চতুর্দেবকে হারায় তারা। প্রথম আঘাত হানেন পেসার খালেদ আহমেদ। আরেক ওপেনার সূর্যপ্রকাশকে ৮ রানে ফেরান রেজাউর রহমান রাজা।
এরপর তাইজুল ইসলাম নিয়েছেন টানা তিন উইকেট। ৭১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা ৯৮ রানে ৬ উইকেট হারানোর পর অজিত রামকে নিয়ে আদিত্য গড়েন ৩৫ রানের জুটি। অবিচ্ছেদ্য এই জুটিতেই তৃতীয় দিন শেষ করে তামিলনাড়ু একাদশ।