মাসিক চাটগাঁ ডাইজেস্টের বর্ষপূর্তি অনুষ্ঠান কাল

| শুক্রবার , ২৮ অক্টোবর, ২০২২ at ৬:৩৭ পূর্বাহ্ণ

কাল শনিবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে মাসিক চাটগাঁ ডাইজেস্টের ২৮তম বর্ষপূর্তি উপলক্ষ্যে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের একুশের পদক প্রাপ্তিতে সংবর্ধনা ও ২০ সিনিয়র সিটিজেন সম্মাননা ’২২ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট এ এস এম বদরুল আনোয়ার। এতে সভাপতিত্ব করবেন দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির আজীবন সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসাদ উল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গল সলিমপুর পরিদর্শনে ন্যাশনাল হাউজিং অথরিটি
পরবর্তী নিবন্ধশিক্ষক বাঁচুক সম্মানে নিরাপদে নিশ্চিন্তে