ক্যাম্পাসে রাজনীতি না করে পদ পাওয়ায় সহ সভাপতিকে মারধর

চবি ছাত্রলীগ

চবি প্রতিনিধি | শুক্রবার , ২৮ অক্টোবর, ২০২২ at ৫:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহ-সভাপতি পদধারী একজনকে মারধরের পদবঞ্চিত কর্মীরা। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে সমাজবিজ্ঞান অনুষদ ঝুপড়ির সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার নামিউল হক তোফায়েল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও অর্থনীতি বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

মারধরকারীরা ছাত্রলীগের ভার্সিটি এক্সপ্রেসের অনুসারী। ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি না করেই সহ-সভাপতি পদে আসার জের ধরে তোফায়েলকে মারধর করা হয়। পরে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ঝুলন ধর তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় শিক্ষক বাসে করে শহরে নিয়ে যান। ঝুলন ধর বলেন, তোফায়েল অর্থনীতি বিভাগের ছাত্র। আড়াইটার দিকে পরীক্ষা শেষে তোফায়েলকে কয়েকজন ছাত্র জোর করে সিঁড়ি দিয়ে নিছে নামাতে থাকে। বিষয়টি দেখে আমি বাধা দিই। এসময় তোফায়েলের সাথে থাকা ছাত্ররা বলে স্যার কিছু না। আমরা ওর সাথে ঝুপড়িতে কথা বলবো। পরে তাকে ঝুপড়ি নিয়ে গিয়ে মারধর করেছে বলে শুনেছি। আমরা কয়েকজন শিক্ষক বিষয়টি আঁচ করতে পেরে তোফায়েলকে ঝুপড়ি থেকে নিয়ে আসি। পরে শিক্ষক বাসে করে শহরের মুরাদপুরের তাকে নামিয়ে দিই।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫-২০ জন মিলে একজন শিক্ষার্থীকে অনুষদ থেকে মারতে মারতে ঝুপড়িতে নিয়ে আসে। সেখানেও তাকে মারতে থাকে। পরে একটি শিক্ষক বাস তাকে নিয়ে যায়। পরে ঘটনাস্থলে আসেন সহকারী প্রক্টর ইয়াকুব হোসেন ও পুলিশ। মারধরের বিষয়ে জানতে নামিউল হক তোফায়েলের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও সংযোগ পাওয়া যায়নি। মারধরের বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগের সহ-সভাপতি ভার্সিটি এঙপ্রেস উপ-পক্ষের নেতা সাদেক হাসান টিপু বলেন, রাজনীতি না করে ছাত্রলীগের পদবী সে কি করে পায়? আবার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হয়ে সহ-সভাপতি পদ! অথচ যারা এই ক্যাম্পাসে দীর্ঘদিন রাজনীতি করেও কোনো পদবি পাননি। তোফায়েলের রাজনৈতিক মতাদর্শ নিয়েও প্রশ্ন আছে। এজন্য আমাদের জুনিয়ররা তার সাথে কথা বলতে গিয়েছিল। কিন্তু তাকে কোনো মারধর করা হয়নি।

বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া বলেন, বিষয়টি আমরা শুনেছি। দুইজন সহকারী প্রক্টর ঘটনাস্থলে গিয়েছিল। তখন কাউকে খুঁজে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধব্যাটে-বলে ব্যর্থতায় টাইগারদের সবচেয়ে বড় পরাজয়
পরবর্তী নিবন্ধসড়ক কাটতে হলে জানাতে হবে ছয়মাস আগে