নগরীর নাসিরাবাদ এলাকায় সাফা আর্কেডিয়ার বেইজমেন্ট ফ্লোরে এডিস মশার বংশ বিস্তারে সহায়ক জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা করেন।
তিনি চট্টগ্রাম কলেজ, কলেজ রোড ও নাসিরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার উৎসস্থল, বিভিন্ন বাসা বাড়ির ছাদবাগান ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। এ সময় মশার ওষুধ স্প্রে করা হয়। এডিস মশা জন্মস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য জনসাধারণকে সচেতন করা হয়।
অভিযানের বিষয় নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী।
পোর্ট কানেকটিং রোড ও সাগরিকা রোডে রাস্তা দখল করে দোকানের পণ্য রেখে এবং অবৈধভাবে গাড়ি পার্কিং করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুইজনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এতে অংশ নেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।
অভিযানে চসিকের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা দেন।