অর্ধশতকেরও বেশি সময় ধরে গোসল না করে গণমাধ্যমে ‘বিশ্বের সবচেয়ে নোংরা ব্যক্তি’ হিসেবে পরিচিতি পাওয়া ইরানের আমু হাজি মারা গেছেন। গত রোববার ৯৪ বছর বয়সী আমুর মৃত্যু হয়েছে বলে ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে। খবর বিডিনিউজের।
দশকের পর দশক গোসল না করে থাকতে পারলেও অনেক চাপাচাপির পর মৃত্যুর মাত্র কয়েক মাস আগে তিনি গায়ে পানি ঢেলেছিলেন বলে ভাষ্য স্থানীয় গণমাধ্যমগুলো। অসুস্থ হয়ে যেতে পারেন. এই ভয়ে দীর্ঘকাল তিনি গায়ে পানি বা সাবান লাগাননি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে বসবাস করতেন আমু। তাকে গোসল করাতে তার গ্রামের বাসিন্দারা একাধিকবার উদ্যোগ নিলেও তা কাজে আসেনি। তবে শেষ পর্যন্ত তিনি চাপের কাছে নতি স্বীকার করে মাসকয়েক আগে গোসল করেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। ওই গোসলের পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং রোববার মারা যান, বলেছে ইরনা।