কাল মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ শিকার

সাগরে যেতে প্রস্তুত চট্টগ্রামের ৩০ হাজার জেলে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৭ অক্টোবর, ২০২২ at ৫:১০ পূর্বাহ্ণ

আগামীকাল শুক্রবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ শিকার। চট্টগ্রামের প্রায় ৩০ হাজার জেলে মাছ শিকারে যাওয়ার জন্য শেষ প্রস্তুতি নিচ্ছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ৭ অক্টোবর থেকে আগামীকাল ২৮ অক্টোবর পর্যন্ত মাট ২২ দিন সারাদেশে ইলিশ শিকার বন্ধ রয়েছে। ইলিশের প্রজননের জন্য উক্ত ২২দিন সময়ে সব ধরনের ইলিশ শিকার, সংরক্ষরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছিল। আগামীকাল মধ্য রাতে সে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরই জাল নিয়ে সাগরে ছুটবে জেলেরা।
চট্টগ্রামের মৎস্য বিভাগ জানায়, চট্টগ্রামে বিপুল সংখ্যক জেলে মাছ শিকারের সাথে জড়িত। ইলিশের মৌসুমে প্রায় ৬ হাজার নৌকা ও বোট নিয়ে এসব জেলে সাগরে মাছ ধরতে যায়। কিন্তু ইলিশের ভর প্রজনন মৌসুম হওয়ায় গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছিল। এই নিষেধাজ্ঞার আওতায় চট্টগ্রামের ২৬ হাজার ৭শ’ নিবন্ধিত জেলে বেকার হয়ে পড়েছিল। এদেরকে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে পরিবার প্রতি ২৫ কেজি করে চাল প্রদান করা হয়েছে। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জেলেদের এই সহায়তা প্রদান করা হয়। তবে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে কাল মধ্যরাত থেকে ইলিশ শিকারে যাওয়ার প্রস্তুতি হিসেবে জেলেদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঘুরে দাঁড়াচ্ছেন চাক্তাই খাতুনগঞ্জের ব্যবসায়ীরা
পরবর্তী নিবন্ধএ সরকারের অধীনে নির্বাচনে যাবো না : খসরু