ইসিতে আবেদন, জামায়াত প্রসঙ্গ এড়িয়ে গেলেন বিডিপি নেতা

সংবিধান পরিপন্থি হলে নিবন্ধনের সুযোগ নেই : ইসি আলমগীর

| বৃহস্পতিবার , ২৭ অক্টোবর, ২০২২ at ৫:০৭ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে আসা এক গোষ্ঠী এবি পার্টি নামে দল গড়ে নিবন্ধনের আবেদন আগেই করেছেন, এখন জামায়াত সংশ্লিষ্ট আরেকটি দল নিবন্ধনের আবেদন নিয়ে গেলেন ইসিতে। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে নতুন এ দলের নেতারা গতকাল বুধবার বিকালে নির্বাচন কমিশনে গিয়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আবেদন জমা দেন। নতুন দলটির সঙ্গে নিবন্ধনহীন জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা রয়েছে বলে আলোচনা রয়েছে। এ নিয়ে ইসিতে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন বিডিপির সভাপতি আনোয়ারুল ইসলাম। তিনি বলেছেন, এ সব বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশে দল হিসেবে নির্বাচনে অংশ নিতে হলে নির্বাচন কমিশনে নিবন্ধন থাকতে হয়। জামায়াতের নিবন্ধন শুরুতে থাকলেও তাদের গঠনতন্ত্র বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে আদালতের রায়ের পর দলটির নিবন্ধন বাতিল করে ইসি। খবর বিডিনিউজের।
একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে কোণঠাসা হয়ে পড়া জামায়াত থেকে বেরিয়ে কয়েকজন নেতা কয়েক বছর আগে এবি পার্টি নামে দল গঠন করে। আগামী নির্বাচনে অংশ নিতে তারা কিছু দিন আগে ইসিতে আবেদন করে। এখন নিবন্ধন পেতে আবেদন করল বিডিপি। দলটির সভাপতি আনোয়ার এবং সাধারণ সম্পাদক নিজামুল হক জামায়াতের সদস্য বলে গণমাধ্যমে খবর এসেছে। আনোয়ার অবশ্য নিজেকে বিএনপির সৌদি আরব শাখার একজন নেতা বলে পরিচয় দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনোয়ার বলেন, ‘অল্প কিছুদিনের মধ্যে আমাদের সম্পর্কে অনেক কথা শুরু হয়ে গেছে। আমরা প্রত্যাশা করিনি। খুব তাড়াতাড়ি বিস্তারিত জানাব।’
বিডিপির অনেকে জামায়াতে যুক্ত রয়েছে- এটা ঠিক কি না- প্রশ্নে তিনি বলেন, ‘এটা ভুল। আমি যাই না, অনেক বছর হয়েছে। কত বছর যাই না, আমি নিজেও জানি না। যা আছে পরিষ্কার করব।’ তাহলে জামায়াতের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করছেন কি না- এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান বিডিপি সভাপতি। ‘আমরা পরিষ্কার করব। আমরা নতুন দল। বিভিন্নভাবে তাদের সংগ্রহ করেছি। তাদের নিয়ে নিয়ে কাজ করেছি। অন্য কোনো দলের লেজুড়বৃত্তি বা কোনো সহযোগিতা ফিল করি না।’
আবারও প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি বললাম, আমরা ডিটেইলস বলব। আমরা সম্পূর্ণ একটি দল, (জামায়াতের সঙ্গে) সম্পৃক্ততা নেই।’
বঙ্গবন্ধুকে জাতির পিতা ও সংবিধান মানেন কি না- এমন প্রশ্নে আনোয়ার বলেন, ‘একশ’ পার্সেন্ট। অবশ্যই আমরা বাংলাদেশের সংবিধান মেনেই রাজনীতিতে এসেছি। সংবিধানের প্রতিটি শব্দকে সম্মান করি এবং লালন করে রাজনীতি করি। সংবিধানের বাইরে কোনো কিছুতেই যেতে রাজি না। বিডিপি সভাপতি দাবি করেন, নতুন প্রজন্মের অনেকে রয়েছেন তাদের সঙ্গে। যুদ্ধাপরাধী কেউ আছে কি না- এমন প্রশ্নে ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছে তাদেরকে যুদ্ধাপরাধী বানালে বানাতে পারে, আমরা এসব বিষয়ে যাব কেন? আমাদের সব কিছু পরিষ্কার হয়ে যাবে।’
এদিকে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, গঠনতন্ত্র সংবিধান পরিপন্থি হলে এই দলগুলোও নিবন্ধনের সুযোগ পাবে না। এই নির্বাচন কমিশনার এর আগে বলেছিলেন, জামায়াত ভিন্ন নামে ইসির নিবন্ধন চাইলেও পাবে না। তবে গতকাল তার বক্তব্যে কিছুটা ভিন্নতা এল। তিনি বলেন, ‘জামায়াত হিসেবে আসার সুযোগ নাই। মুক্তিযুদ্ধ ও সংবিধানের চেতনার বাইরে যদি কোনো দলের চেতনা থাকে গঠতন্ত্রে, তাহলে তাকে নিবন্ধন দেওয়ার তো কোনো সুযোগই নেই। যে-ই আসবে, স্বাধীনতায় বিশ্বাস থাকতে হবে; তাকে মুক্তিযুদ্ধের চেতনায় ও সংবিধানের চেতনায় সম্মান থাকতে হবে।’
নাম পাল্টাল, কিন্তু ব্যক্তি একই থাকল, তাহলে নিবন্ধন পাবে কি না- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন যদি কেউ আসে, আমাদের সংবিধান ও মুক্তিযুদ্ধের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ না হয়, যদি কেউ যুদ্ধাপরাধী না থাকে এবং নিবন্ধনের সব শর্ত যদি পূরণ করে, তাহলে তো আর বলতে পারছেন না যে ওই জামায়াত, এই জামায়াত এক।’

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনে প্রতিদ্বন্দ্বী, গণসংযোগে পরস্পরকে জড়িয়ে ধরলেন তারা
পরবর্তী নিবন্ধ৯ শর্তে পোশাক পণ্যের কন্টেনার ব্যবস্থাপনা শুরু বিএম ডিপোতে