হালিশহরে টাকা সহ ছিনতাইকারী ধরল পুলিশ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ অক্টোবর, ২০২২ at ৪:৩১ অপরাহ্ণ

নগরীর বড় পোল এলাকায় ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাসায় যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েন শারীরিক শিক্ষা অফিস সহকারী মশিউর রহমান। তিনি বসবাস করেন হালিশহর এলাকায়।

আজ বুধবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে, বড়পোল মোড় ট্রাফিক পুলিশ কন্সটেবল ইকবাল কর্তব্যরত সার্জেন্ট নাজমুল ও মহিউদ্দিন ধাওয়া করে ছিনতাইকারী মো. হোসেন ও মো. নুরুল হককে একটি সিএনজিচালিত অটোরিকশা সহ ধরে ফেলেন।

হালিশহর থানাকে খবর দেয়া হলে ওসি জহির ঘটনাস্থলে এসে ছিনতাইকারীদের থানায় নিয়ে যান। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় রোহিঙ্গা যুবককে বুকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় রিকশাচালক হত্যাকাণ্ডে দুই আসামীর ৩ দিনের রিমান্ড