পশ্চিম তীরে ৬ ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলি বাহিনীর

| বুধবার , ২৬ অক্টোবর, ২০২২ at ৫:৪৯ পূর্বাহ্ণ

অধিকৃত পশ্চিম তীরের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ইসরায়েলি বাহিনী অন্তত ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর এসব অভিযানে আরও ২১ ফিলিস্তিনি আহত হয়েছে। ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের এক মুখপাত্রের ভাষ্যের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গতকাল মঙ্গলবার ভোরে ইসরায়েলি বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নাবলুস শহরে হামলা চালায়, ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র যোদ্ধারা তাদের চিহ্নিত করে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়। খবর বিডিনিউজের।
তাদের মধ্যে একজন নিরস্ত্র ছিল বলে ফিলিস্তিনের স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। নিহতদের সবার বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে। মন্ত্রণালয়টি পরে জানায়, রামাল্লা শহরের কাছে নাবি সালেহ গ্রামে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়। অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদরদপ্তরের অবস্থান রামাল্লায়।

পূর্ববর্তী নিবন্ধনিলাম ডেকে প্রয়াত রানির ১৪টি ঘোড় বিক্রি করে দিলেন রাজা চার্লস
পরবর্তী নিবন্ধকেন মিয়ানমারের আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া