ভারতে তামিল নাড়ু ক্রিকেট এসোসিয়েশনের বিপক্ষে বিসিবি একাদশ প্রথম দিনশেষে বেশ ভালো অবস্থানে আছে। আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২৩০ রানের সংগ্রহ পেয়েছে তারা। হাফ সেঞ্চুরির দেখা মিলেছে মিঠুন ও সাদমান ইসলামের ব্যাটে। ভিসা জটিলতায় প্রায় দুই সপ্তাহ পেছানো সিরিজের প্রথম ম্যাচে চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল মাঠে গড়ানো প্রথম চার দিনের ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিসিবি একাদশ। শুরুতেই ওপেনার মাহমুদুল হাসান জয় সাজঘরে ফেরেন। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৮৫ রান যোগ করেন আরেক ওপেনার সাদমান ইসলাম ও তিন নম্বরে নামা সাইফ হাসান। ৪১তম ওভারে তামিল নাড়ুর বোলার ভিগনেশের দ্বিতীয় শিকার হয়ে সাইফ ফিরলে ভেঙে যায় তাদের জুটি। ১১৯ বলে ৪ চারে ৩৮ রান করেন সাইফ। ২ বলের ব্যবধানে ভিগনেশ একই ওভারে ফেরান মোমিনুল হককেও। ২ রানের বেশি করতে পারেননি সাবেক টেস্ট অধিনায়ক। এরপর অধিনায়ক মিঠুনকে নিয়ে ১০৫ রানের জুটি গড়েন সাদমান। ১২২ বলে ফিফটি করেন সাদমান। এরপর মিঠুনের হাফ সেঞ্চুরি আসে ৯২ বলে। তবে অজিত রামের করা ৭৩তম ওভারে শর্ট মিড অনে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান। ১৯৪ বলে ৯ চারে ৮৯ রান করেন তিনি। মাঝে এনামুল হক বিজয়কে (২) হারায় বাংলাদেশ একাদশ। শেষ পর্যন্ত জাকের আলি অনিককে নিয়ে দিন শেষ করেন মিঠুন। ৫ উইকেটে ২৩০ রান তোলার পথে মিঠুন ১২৮ বলে ৫ চার ৪ ছক্কায় ৭৪ ও অনিক ৬ রানে অপরাজিত আছেন। তারাই দ্বিতীয় দিন শুরু করবেন।