অপহরণের অভিযোগ স্ত্রীর, পুলিশ গিয়ে দেখল পরোটা-ভাজি খাচ্ছেন!

| বুধবার , ২৬ অক্টোবর, ২০২২ at ৫:০২ পূর্বাহ্ণ

ঢাকা থেকে এক রাসায়নিক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এক নারী। প্রযুক্তির সহায়তায় ২০ দিন পর চট্টগ্রামে থেকে পুলিশ যখন তাকে উদ্ধার করল; তখন রেস্তোরাঁয় বসে ওই ব্যক্তি পরোটা-ভাজি খাচ্ছিলেন, দিচ্ছিলেন বন্ধুর সঙ্গে আড্ডা। পরে জিজ্ঞাসাবাদে পুলিশ জেনেছে, ওই ব্যক্তি আসলে পাওনাদারদের হাত থেকে রক্ষা পেতে পালিয়ে গিয়ে স্ত্রীর সহায়তায় অপহরণের নাটক সাজান। খবর বিডিনিউজের। ওই ব্যবসায়ী নারায়ণগঞ্জ থেকে রাসায়নিক এনে বিভিন্ন জনের কাছে বেচতেন। গ্রামের বাড়ি কুমিল্লায়, থাকতেন উত্তরায়। ঢাকা উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসীন জানান, গত ৪ অক্টোবর থানায় এক নারী অভিযোগ করেন যে, তার স্বামী সজল কুমার রায় (৪৩) আগের দিন ডাক্তার দেখাতে বাইরে গেলে কিছু লোক তাকে তুলে নিয়ে যায়। ব্যবসায়িক বিরোধের জেরে তাকে তুলে নেওয়া হতে পারে বলে পুলিশকে বলেছিলেন অভিযোগকারী।
অভিযোগ পাওয়ার পরই পুলিশ তাকে উদ্ধারে নামেন উল্লেখ করে ওসি মোহসীন বলেন, ‘প্রযুক্তির সহযোগিতায় সোমবার তার অবস্থান চট্টগ্রামে নিশ্চিত হওয়া যায়। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ঝুঁকি মাথায় নিয়েই সজলকে উদ্ধারে চট্টগ্রামে পৌঁছে পুলিশ। কিন্তু নির্দিষ্ট স্থানে গিয়ে দেখা যায়, ব্যবসায়ী সজল তার এক বন্ধুসহ সেখানে একটি হোটেলে পরটা-ভাজি খাচ্ছেন! তাকে কেউ অপহরণ করেনি, তিনি স্বেচ্ছায় আত্মগোপন করেছিলেন।’

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় ক্যাম্পে মুখোশধারীর গুলিতে আহত রোহিঙ্গা যুবক
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ২০ কিমি বেড়িবাঁধ লণ্ডভণ্ড